IQNA

ইসলামবিদ্বেষীর হাতে হিজাবী নারী নিহত

17:13 - September 25, 2016
সংবাদ: 2601634
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের 'প্যান্টিন' শহরে এক হিজাবী মুসলিম নারীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয়েরে এক ইসলামবিদ্বেষী।

বার্তা সংস্থা ইকনা: আফ্রিকান বংশোদ্ভূত এই হিজাবী মুসলিম নারী শুক্রবার (২৩শে সেপ্টেম্বর) ফ্রান্সের 'প্যান্টিন' শহরের রাস্তায় গড়ি চালাচ্ছিলেন। এসময় এক ইসলামবিদ্বেষী স্কুটারে  চড়ে ঐ মুসলিম নারীকে গুলি করে পালিয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর গাড়ির কোন ক্ষতি হয়নি। ঘাতক ঐ মুসলিম নারীর গাড়ি কাছে যেয়ে তার মাথায় দুটি গুলি করে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
এদিকে পুলিশ জানিয়েছে, ইসলাম ধর্মের প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য এই হত্যাকাণ্ড ঘটেনি। ব্যক্তিগত শত্রুতার রেশে এই হত্যাকাণ্ড ঘটেছে।
ফ্রান্সের অধিকাংশ মুসলমানেরা উত্তর আফ্রিকার। ফ্রান্সে বসবাসরত মুসলমানদের মধ্যে ৩৫ শতাংশ আলজেরীয়, ২৫ শতাংশ মরক্কো এবং ১০ শতাংশ তিউনিসিয়ার অধিবাসী। তবে এসকল মুসলমানদের ধর্মীয় আমল সম্পাদন করার জন্য প্যারিসে মাত্র ৮টি মসজিদ রয়েছে। বর্তমানে ফ্রান্সে প্রায় প্রতিদিনই মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে।
iqna


captcha