IQNA

কোন যুগে আযান থেকে 'হাইয়া আলা খাইরিল আমাল' বাদ দেয়া হয়?

22:15 - October 21, 2017
1
সংবাদ: 2604124
রাসূলের (সা.) ওফাতের পর মুসলিম জাহান এক ভয়াবহ ট্রাজেডির শিকার হয়। বিশেষ করে রাসূলের (সা.) ওফাতের মাত্র তিন দিনের মাথায় ক্ষমতালিপ্সু একটি গোষ্ঠী বৈধ খলিফা আমিরুল মু’মিনিন আলী (আ.) কে কোণঠাসা করে খেলাফতের মসনদ দখল করে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, রাসূলের (সা.) ওফাতের পর ক্ষমতা লিপ্সু ও সুবিধাবাদী এক দল অবৈধভাবে মুসলমানদের উপর চেপে বসে। তারা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে রাসূলের (সা.) ঘোষিত খলিফা তথা আমিরুল মু’মিনিন আলীকে (আ.) বঞ্চিত করে খেলাফতের মসনদে আরোহণ করে। শুধু তাই নয় রাসূলের (আ.) পরিবারবর্গ তথা আহলে বাইতের (আ.) উপর অমানবিক নির্যাতন ও জুলুম চাপিয়ে দেয়।

এ সংকটাপন্ন সময়ে যদিও বাহ্যিকভাবে মুসলমানরা মক্কা ও মদীনার আশেপাশে অনেক অঞ্চল দখল করতে সক্ষম হয়; কিন্তু পার্থিব দিক থেকে ব্যাপক অগ্রসর লাভ করলেও  আত্মিক এবং আধ্যাত্মিক দিক থেকে তেমন অগ্রসর হতে পারে নি। এ সময়ে রাসূলের (সা.) একনিষ্ঠ ও ত্যাগী সাহাবিরা যেমন: হযরত আবুজার, সালমান ফারসী প্রমুখ কোণঠাসা অবস্থাতে ছিল। কিন্তু অপর দিকে বনি উম্মাইয়া তৃতীয় খলিফার সময় থেকে মুসলমানদের সম্পদ লুটপাট ও আত্মসাতে লিপ্ত হয়ে পড়ে। আর তৃতীয় খলিফার পর মুয়াবিয়া এক গভীর চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল করে এবং নিজের ইচ্ছামত ইসলামের বিধানাবলীতে পরিবর্তন শুরু করে দেয়। যেমন আযান থেকে হাইয়া আলা খাইরিল আমাল শব্দটি বাদ দেয়া হয়, যা রাসূলের সময় আযানের মধ্যে অন্তর্ভুক্ত ছিল।
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
আসতাগফিরুল্লাহ।রাসূলের পর যারা ক্ষমতায় আসে আবু বকর,উসমান,উমর,আলি।আমি বুঝতে পারছি এই পেইজগুলোর উপর শিয়াদের প্রভাব রয়েছে।আমি ও শিয়াদের অনেক পছন্দ করি।কিন্ত আপনারা কীভাবে ইসলামের জন্য নিবেদিত প্রাণ এবং গুরুত্বপূর্ণ এই তিন সাহাবাকে অস্বীকার করেন আমার মাথায় আসেনা।ইসলামে এদের অবদান অপূরণীয়।ঠিক বর্তমান যুগে আপনারা ইসলামের জন্য যা করছেন তাও অস্বীকার করার মত নই।যেখানে আরবরা পশ্মিমাদের দালালি করছে সেখানে আপনারা তাদের বিরুদ্বে রুখে দাড়িয়েছেন।কিন্তু আপনারা এই সাহাবাদের ব্যাপারে ভুল ধারণা পোষণ করেন।
captcha