IQNA

মসুলে ভারতের ৩৯ জন নাগরিকের লাশ উদ্ধার

19:08 - March 21, 2018
সংবাদ: 2605317
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ভারতের ৩৯ জন নাগরিককে অপহরণ করে তাদের হত্যা করেছে।


বার্তা সংস্থা ইকনা: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সংসদে ঘোষণা করেছেন: ২০১৪ সালে ভারতের ৩৯ জন নাগরিককে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ অপহরণ করেছিল। অপহৃতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ডিএনএ টেস্টের মাধ্যমে নিহতদের পরিচয় সনাক্ত করা হয়েছে। নিহতদের একটি গণকবরে দাফন করা হয়েছিলো। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন: আমি নিশ্চিত যে তাদেরকে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ২০১৪ সালে ভারতের ৩৯ জন কর্মীকে অপহরণ করেছিল। এসকল কর্মীরা ইরাকের মসুলে একটি কারখানায় কাজ করত।
ভারত সরকার তখন ঘোষণা করেছিল, যতদিন পর্যন্ত শ্রমিকদের পরিণতির কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া না যাবে ততদিন পর্যন্ত তাদেরকে মৃত ঘোষণা করা হবে না।

iqna

captcha