IQNA

স্কুলে মেয়েশিশুদের হিজাব নিষিদ্ধ করছে অস্ট্রিয়া

20:39 - April 06, 2018
সংবাদ: 2605445
আন্তর্জাতিক ডেস্ক: কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে মেয়েশিশুদের মাথায় হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব এনেছে অস্ট্রিয়ার নতুন জোট সরকার।

 

বার্তা সংস্থা ইকনা: শিক্ষামন্ত্রীর মতে, আগামি গ্রীষ্মে 'শিশু সুরক্ষা আইন' প্রণয়ন করা হবে। ইসলামি প্রভাব থেকে অস্ট্রিয়ান সংস্কৃতিকে রক্ষায় ‘সাংকেতিক বিধি’ হিসেবে দেখা হচ্ছে এ আইনকে।

তবে দেশটি মুসলিম জনগোষ্ঠীর প্রধান সংগঠন জানাচ্ছে, এ পরিকল্পনা পুরোপুরিই অনাকাঙ্ক্ষিত।

তারা দাবি করে, অস্ট্রিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুব অল্পই মেয়েশিশু পড়ালেখা করে। তবে এই আইনের কারণে কত সংখ্যক শিশুর ওপর প্রভাব পড়বে সেটি এখনো নিশ্চিত করা যাচ্ছে না।

তবে মুসলমানদের বিশ্বাস হচ্ছে, বয়ঃসন্ধিকাল থেকেই মেয়েরা হিজাব ব্যবহার করুক এটা তাদের ধর্ম আশা করে।

সরকার জোটের ফ্রিডম পার্টির ভাইস-চ্যান্সেলর হেইনয ক্রিস্টিয়ান স্ট্রাখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বলেন, পলিটিক্যাল ইসলাম থেকে মেয়ে শিশুদের বাঁচাতে সরকার পরিকরবদ্ধ।

মধ্য-ডানপন্থী পিপলস পার্টির চ্যাঞ্চেলর সেবাস্টিয়ান কুর্জ বলেন, অস্ট্রিয়ায় সমান্তরাল সমাজগোষ্ঠীর উত্থানকে প্রতিহত করাই আমাদের লক্ষ্য।

মূলত অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থানের কারণে গত বছর তার দল নির্বাচনে জিতে। ৮.৭ মিলিয়ন জনসংখ্যার ২ শতাংশই হচ্ছে দেশটি আশ্রয় প্রত্যাশী। ইউরোপে অভিবাসী সমস্যার প্রভাব দেশটিকেও মোকাবেলা করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এসব অভিবাসীদের অধিকাংশই মুসলিম।

সূত্র: আল জাজিরা

captcha