IQNA

'হ্যালো, আই অ্যাম মুসলিম'

0:08 - April 11, 2018
সংবাদ: 2605485
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের মুসলিমবিদ্বেষ দূর করতে এবার নতুন উদ্যোগ গ্রহণ করল ইউরোপীয় মুসলিমরা। নতুন এই ইভেন্টের নাম রাখা হয়েছে 'হ্যালো! আই অ্যাম মুসলিম'।

'হ্যালো, আই অ্যাম মুসলিম'

বার্তা সংস্থা ইকনা: আন্তর্জাতিক একটি উদ্যোগের অংশ হিসেবে লন্ডনের কিংস ক্রস স্টেশনে একটি কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। আয়োজনের অংশ হিসেবে গণসংযোগস্থলে তরুণ মুসলিমরা সাধারণ মানুষের ভুল ধারণা ভাঙানোর চেষ্টা করবে।

ইউরোপের জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও অস্ট্রিয়াতে সপ্তাহজুড়ে 'হ্যালো! আই অ্যাম মুসলিম' উদযাপিত হবে। দ্য ইসলামিক কমিউনিটি মিল্লি গোরাস (আইসিএমজে) এ ইভেন্টের উদ্যোক্তা।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় বসবাসকারী হাজারো তরুণ রাস্তায় দাঁড়িয়ে নিজেদের পরিচয় তুলে ধরে বলতে পারে আমি একজন মুসলিম। কারণ, গণসংযোগই মানুষকে বোঝানোর এবং সহানুভূতি লাভের সর্বোত্তম উপায়।

গ্রুপটির প্রেসিডেন্ট সাইয়েদ কামাল এরগান বলেছেন, ইউরোপের ৫০০ মসজিদ এ ইভেন্টে অংশ নিতে পারে। ইউরোপে মুসলিমবিদ্বেষ বেড়ে যাওয়ায় স্থানীয় মুসলিমরা তা দূর করতে নানান সামাজিক উদ্যোগ গ্রহণ করছে।

উল্লেখ্য, ২০১৬ সালে জুনে ব্রেক্সিট নিয়ে গণভোটের পর থেকে ধর্মীয় বিদ্বেষ প্রকট আকার ধারণ করেছে। ব্রিটেনে ২০১৬ সালের এপ্রিল মাসে ৩৫০০ ঘটনা রেকর্ড করা হয়েছিল, কিন্তু জুন মাসের পরে তা বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার ছাড়িয়ে যায়। ২০১৭ সালের জুন পর্যন্ত ধর্মীয় বিদ্বেষমূলক আক্রমণের ঘটনা রেকর্ড করা হয় প্রায় ছয় হাজার।

একই রকম অবস্থা জার্মান ও স্পেনে। সরকারি তথ্যমতে, জার্মানে ২০১৭ সালে বিভিন্ন মসজিদ এবং মুসলমানদের লক্ষ্য করে ৯৫০টি বিদ্বেষমূলক আক্রমণের ঘটনা ঘটে। স্পেনে পাঁচ শ'র অধিক মুসলিম নারী ও শিশু ধর্মীয় হিংসার শিকার হয়েছেন। ২০১৫ সালে নেদারল্যান্ডসের একটি শহরে মসজিদে আগুন লাগানোর ঘটনাও ঘটেছিল। এমটি নিউজ

captcha