IQNA

ভারতে ১৯তম জাতীয় কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান + ছবি

23:51 - November 22, 2018
সংবাদ: 2607318
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ঐক্য সপ্তাহ উপলক্ষে ১৯তম জাতীয় কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান নয়া দিল্লিতে অবস্থিত ইরানের সংস্কৃতির হাউসে আজ অনুষ্ঠিত হয়েছে।

ভারতে ১৯তম জাতীয় কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ইরানী কালচারাল অ্যাটাশের উদ্যোগে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং ঐক্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।
ভারতের ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সংস্কৃতির হাউসের তথ্য হল আজ (২২শে নভেম্বর) সকাল ১০টায় উক্ত কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইরান ও ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান একাধারে ২৪শে নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
১৯তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান হেফজ ও তিলাওয়াত বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করছেন ইরান ও ভারতের দক্ষ ৫ বিচারক।
ভারতের ৩ জন বিচারক এবং ইরানের ২ জন বিচারক বিচারকার্য পরিচালনা করছেন। বিচারকগণ হচ্ছে হায়দ্রাবাদের ক্বারি নাসিরুদ্দিন, মুম্বাইয়ের মোহাম্মাদ ইমরান ও আযাদার আব্বাস খান এবং ইরানের রেজা মোহাম্মাদ পুর ও মাহদী আব্বাসী।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে দিল্লিতে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত আলী চেগানী উপস্থিত থাকবেন। এছাড়াও এই অনুষ্ঠানে ভারতে বসবাসরত ইরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং ভারতের বিজ্ঞ ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে মূল্যবান পুরস্কার বিতরণ করা হবে।
উল্লেখ্য গত বছর ১৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় ভারতের ১৬টি রাজ্য থেকে ১৫৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। এসকল প্রতিযোগীদের মধ্যে ৬৮ জন হেফজ বিভাগে এবং ৮৭ জন তিলাওয়াত বিভাগে অংশগ্রহণ করেছিলেন। উক্ত প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করেছিলেন ইরানে দুই জন বিচারক (হেফজ বিভাগে সাইয়্যেদ হামিদ হারুভী এবং তিলাওয়াত বিভাগে মাহদী হুসাইনি) এবং ভারতে দুই জন বিচারক। ১৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১ম ডিসেম্বরে শুরু হয়েছিল এবং একাধারে ৩য় ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল।

iqna

captcha