IQNA

নিজ কর্মের প্রতি সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন

23:18 - November 29, 2018
সংবাদ: 2607383
মানুষ যদি নিজ আমল ও কাজকর্মের প্রতি সজাগ ও সচেতন থাকে, তাহলে নানাবিধ ভুলভ্রান্তি ও প্রতারণার হাত থেকে রেহাই পেতে পারে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরানের বিশিষ্ট ইসলামি গবেষক ও চিন্তাবিদ হযরত আয়াতুল্লাহ জাভিদান বলেন: পবিত্র কুরআনের আয়াত এবং রাসূল (সা.) ও ইমামগণ (আ.) থেকে বর্ণিত হাদীসের আলোকে প্রত্যেক ঈমানদারের উপর ফরজ হচ্ছে নিজ আমল ও কাজকর্মের প্রতি বিশেষ নজরদারি করা; যাতে বিচ্যুতি ও বিপথগামীর শিকার না হয়। কেননা মানুষ যখন নিজের আমল ও কাজকর্মের প্রতি সজাগ থাকবে তখন সে স্বাভাবিকভাবে ভুলভ্রান্তি থেকে নিরাপদ থাকতে পারবে।

তিনি বলেন: কিয়ামতের দিন প্রত্যেকে নিজ নিজ আমল ও কর্মের জবাবদিহিতা করতে হবে; অর্থাৎ এ পৃথিবীর কোন কিছুই অহেতুক ও উদ্দেশ্যহীন নয়। কাজেই মানুষ যখন এমন বিশ্বাসপোষণ করবে যে, তার কৃত কাজের জন্য পরকালে জবাবদিহি করতে হবে, তখন সে মন্দ ও অপকর্ম থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবে। আর এ বিষয়টি মানুষকে নানাবিধ অপরাধ থেকে দূরে রাখবে।

তিনি আরও বলেন: হাদীসে বর্ণিত হয়েছে যে, সে ব্যক্তি হচ্ছে ক্ষতির শিকার যার পরস্পর দু’টি দিন সম পর্যায়ে হবে। কেননা একজন মু’মিন ব্যক্তির গতকালের দিনটি থেকে আজকের দিনটি তুলনামূলক ভাল ও উত্তম হয়ে থাকে। মানুষ যখন নিজের কাজের বিচার বিশ্লেষণ করবে তখন সে সহজে ভাল ও উত্তমের দিকে অগ্রসর হতে পারবে।

captcha