IQNA

ইমাম মাহদীর যুগে নৈতিকতার বিকাশ

1:55 - December 05, 2018
সংবাদ: 2607450
আমাদের অন্তর যত বেশী ইমাম মাহদীর সাথে সম্পর্ক গড়ে তুলবে ততবেশী তার উপস্থিতি আমাদের জন্য স্পষ্টতর হবে। আর এটা আমাদের দুনিয়া ও আখিরাতের উন্নতির জন্য খুবই উপকারী।

বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদীর (আ.) সাথে আমাদের সম্পর্ক যত বেশী ঘনিষ্ঠ হবে তত আমরা কঠিন পরিস্থিতিকে সহজেই সমাধান করতে পারব। দুনিয়ার ভিত্তিটাও ঠিক এমনই।

দুনিয়ার যেখানেই যারা সফলতা অর্জন করেছে তারা মনের দিক থেকে খুব বেশী শক্তিশালী ও মজবুত আত্মার অধিকারী।

ইমাম মাহদী হচ্ছেন গোটা মানবজাতির আশার আশ্রয়স্থল। তার প্রতি বিশ্বাস আমাদেরকে জীবনের প্রতি আশাবাদী করে।

আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) বলেছেন: যখন আমাদের কায়েম কিয়াম করবেন তখন সবরা অন্তর থেকে বিদ্বেষ চলে যাবে।

ইমাম বাকির (আ.) বলেছেন: তখন তাদের চিন্তার উন্নতি ঘটবে এবং তাদের আখলাক চরিত্র পূর্ণতায় পৌঁছাবে।

captcha