IQNA

আয়াতুল্লাহ মারেফাতের "কুরআনিক বিজ্ঞান" বই উর্দু ভাষায় অনুবাদ

18:51 - December 07, 2018
সংবাদ: 2607471
আন্তর্জাতিক ডেস্ক: কুরআনের পণ্ডিত ও গবেষক আয়াতুল্লাহ মুহাম্মাদ হাদী মারেফাতের "কুরআনিক বিজ্ঞান" বইটি পাকিস্তানে উর্দু ভাষায় অনুবাদ ও প্রিন্ট হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এই বইটি প্রচলিত ভাষায় পাকিস্তানের শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণের জন্য 'ফাইয়াজ হুসাইন আলাভী' অনুবাদ করেছেন। কুরআনিক সংস্কৃতি প্রচার করার লক্ষ্যে "কুরআনিক বিজ্ঞান" বইটি উর্দু ভাষায় অনুবাদ ও প্রিন্ট করা হয়েছে।
লাহোরের "তানজিল" কুরআনিক ইন্সটিটিউটের পক্ষ থেকে এই বাইটি প্রকাশিত হয়েছে। এই ইন্সটিটিউটের কার্যক্রম হচ্ছে কুরআনের জ্ঞান এবং সংস্কৃতি সম্প্রসারণ করা।

আয়াতুল্লাহ মুহাম্মাদ হাদী মারেফাত একজন শিয়া আলেম এবং পবিত্র কুরআনের পণ্ডিত ও গবেষক ছিলেন। তিনি কারবালায় জন্মগ্রহণ করেছেন। তিনি ধর্মীয় শিক্ষা ও জ্ঞান ইরাকের নাজাফ ও কারবালা থেকে অর্জন করেছেন। ১৯৭৩ সালে ইরাকের বামপন্থী শাসক তাকে সেদেশে থেকে নির্বাসনে পাঠায়। পরবর্তীতে তিনি ইরাক থেকে ইরানের পবিত্র নগরী কোমে চলে যান।

আয়াতুল্লাহ মারেফাতের

ফার্সি ভাষায় লিখিত মূল বই


প্রসিদ্ধ এই আলেম বেশ কয়েটি গ্রন্থ লিখেছেন। তার লেখা কয়েকটি গ্রন্থ হচ্ছে ১০ খণ্ডের "আল-তামহিদ", "সিয়ানাতুল কুরআন মিনাত তাহরিফ" ও আল-তাফসিরু ওয়াল মুফাস্সিরুন"।
আয়াতুল্লাহ মুহাম্মাদ হাদী মারেফাত ১৯৮০ সালের জানুয়ারি মাসে ইরানের পবিত্র নগরী কোমে ইন্তেকাল করেন। কোমে অবস্থিত ইমাম রেজা (আ.)এর বোন তথা হযরত মাসুমা (সা. আ.) পবিত্র কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
iqna

 

আয়াতুল্লাহ মারেফাতের

উর্দু ভাষায় অনুবাদকৃত বই

আয়াতুল্লাহ মারেফাতের

আয়াতুল্লাহ মুহাম্মাদ হাদী মারেফাত

captcha