IQNA

পাকিস্তানে মুসলিম সমাবেশে সন্ত্রাসী হামলা

23:20 - December 09, 2018
সংবাদ: 2607497
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচীতে আহলে সুন্নতের এক সমাবেশে সন্ত্রাসীরা সন্ত্রাসীরা হামলা চালিয়ে তিন জনকে আহত করেছে।

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচী শহরের 'গোলেস্তান জুহার' এলাকায় গতকাল রাতে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। আহলে সুন্নতেরা এক সমাবেশের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের সময় সন্ত্রাসীরা এই হামলা চালায়।

অনুষ্ঠান চলাকালীন সময় সন্ত্রাসীরা বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঈদে মিলাদুন্নবী (সা.)এর এই অনুষ্ঠানটি পাকিস্তানের মুত্তাহিদা কউমি মুভমেন্টের (MQM) পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী খালেদ মাকবুল সাদিকী।

পাকিস্তানের মুসলমানেরা রবিউল আউয়াল মাস জুড়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করে। এর কারণে গতকাল এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল।

পাকিস্তানে সন্ত্রাসী হামলা সাধারণত সেদেশের অভ্যন্তরীণ চরমপন্থি ও তাকফিরি গ্রুপ চালায়। সন্ত্রাসীরা মুহাররম মাসে শিয়াদের ওপর এবং ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সেদেশের সকল মুসলমানদের ওপর হামলা চালায়।

iqna

 

captcha