IQNA

কাবুলে বোমা বিস্ফোরণ

19:43 - December 11, 2018
সংবাদ: 2607512
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডাইরেক্টোরেট ফর সিকিউরিটি বা এনডিএস সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: রাজধানী কাবুলের পশ্চিমে পাকমান এলাকায় এ হামলা হয়। নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর আরেক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী গাড়িবোমা ব্যবহার করেছে। তবে কোনো ব্যক্তি বা সংগঠন এখনো এ হামলার দায়িত্ব স্বীকার করে নি।

সন্ত্রাসীদের এই হামলায় বেশ কয়েক জন হতাহত হয়েছেন। তবে হতাহতদের পরিসংখ্যান সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উপদেষ্টা নুসরাত রহমানী হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন: কাবুলের পাকমান এরামার গোয়েন্দা সংস্থার নিকটে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। তবে এখনও পর্যন্ত ক্ষতির পরিমান সম্পর্কে কিছু জানা যায়নি।

আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেন: গোয়েন্দা সংস্থাকে উদ্দেশ্য করে এই হামলা চালানো হয়েছে।

বলাবাহুল্য, ৯ম ডিসেম্বর হেরাত প্রদেশের ঘুযারা এলাকায় সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলায় ৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

 

3771414

captcha