IQNA

আব্দুল বাসিত আব্দুস সামাদের স্ত্রীর ইন্তেকাল

23:01 - January 05, 2019
সংবাদ: 2607690
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববিখ্যাত ক্বারী আব্দুল বাসিত আব্দুস সামাদের স্ত্রী আজ ইন্তেকাল করেছেন।

বার্তা সংস্থা ইকনা: মিশরের প্রসিদ্ধ ক্বারি আব্দুল বাসিতের স্ত্রী আজ (৫ম জানুয়ারি) মিশরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মরহুমার জানাজার নামাজ কায়রোর "মুস্তাফা মাহমুদ" মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ওস্তাদ আব্দুল বাসিতের স্ত্রীর কুলখানির অনুষ্ঠান সোমবার মিশরের হামিদিয়া শাজালিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।'
উল্লেখ্য, আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদ ১৯২৭ সালে মিশরে জন্মগ্রহণ করেন। প্রসিদ্ধ এই ক্বারি ১৯৮৮ সালে মৃত্যুবরণ করেন। তার তিলাওয়াতের বিশেষ পদ্ধতি ও সুললিত কণ্ঠের জন্য তিনি বিশ্বখ্যাতি অর্জন করেছেন। মিসরের চারজন প্রসিদ্ধ ক্বারি মধ্যে তিনি একজন। এছাড়াও তিনি মিশরের কুরআনিক সোসাইটির প্রথম সদস্য ছিলেন। মৃত্যুর ৩০ বছর অতিবাহিত হওয়ার পরও বিশ্বের বিভিন্ন দেশে তার অনেক ভক্ত রয়েছে।
iqna

captcha