IQNA

তুরস্কে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ফলাফল

21:40 - May 27, 2019
সংবাদ: 2608618
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এই প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি মুজতাবা মুহাম্মাদ বিগি পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন।

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটি ঘোষণা করেছে, এই প্রতিযোগিতার ক্বিরাত বিভাগে প্রথম স্থানের অধিকারী হয়েছেন ইন্দোনেশিয়ার সিয়ামসুরি ফেরদৌসি, দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন তুরস্কের প্রতিনিধি আব্দুল রহান বুযান, তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন লিবিয়ার আহমাদ আল-বাসির আব্দুল্লাহ, চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন ইরাকের প্রতিনিধি আব্দুল্লাহ যোগাইর এবং পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন মুজতাবা মুহাম্মাদ বিগি।

তুরস্কে অনুষ্ঠিত সপ্তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ক্বিরাত ও হেফজ বিভাগে ৬৮টি দেশের ১২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার প্রাথমিক পর্বের অনুষ্ঠান ২০শে মে ইস্তাম্বুলের লাজুনি হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এবং একাধার ২৩মে পর্যন্ত অব্যাহত ছিল।

৭ম বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২৩শে মে ইস্তাম্বুলের চামলিজা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। iqna

 

 

 

captcha