IQNA

কুরআনের হাফেজ হলেন জর্ডানের দৃষ্টি প্রতিবন্ধী নারী

21:36 - August 04, 2019
সংবাদ: 2609022
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের দৃষ্টি প্রতিবন্ধী নারী “মারওয়াহ” তার অসীম পরিশ্রমের মাধ্যমে সম্পূর্ণ কুরআনের হাফেজ হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: জর্ডানের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মারওয়াহ বিসম সালমান জন্মান্ধ হওয়া সত্ত্বেও অন্তরের দৃষ্টি দিয়ে তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
মারওয়াহ স্কুলের বেঞ্চে বসে তার চোখ বন্ধ করে কুরআন তিলাওয়াত করেন।
তিনি দৃঢ় প্রতিজ্ঞা, অক্লান্ত অধ্যবসায় এবং অবিচলিত পদক্ষেপের মাধ্যমে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
মারওয়াহ শিক্ষকগণ বলেছেন, অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় মারওয়াহ সম্পূর্ণরূপে আলাদা প্রকৃতির। আমরা তার মাঝে দৃঢ় পরিকল্পনা এবং চেষ্টা পরিলক্ষিত করেছি। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এব্যাপারে তার কোন আপত্তি নেই এবং সে এই বিষয়ে সম্পূর্ণরূপে সন্তুষ্ট।
কুরআন হেফজের ব্যাপারে মারওয়াহ বলেন: আমার পিতা-মাতা এবং শিক্ষকদের অনুপ্রেরণায় আমি সফল হতে পেরেছি। আঙ্গুলের সাহায্যে ব্রেইল বর্ণমালায় লিখিত কুরআন শরিফ স্পর্শ করে আমি কুরআন হেফজ করতে সক্ষম হয়েছি। মহান আল্লাহ আমারা হৃদয়ে নূর দান করেছেন তা চোখের জ্যোতি থেকেও অনেক প্রখর।
তিনি বলেন: এই ঐশী গ্রন্থের সূরাসমুহ যা আমার হৃদয়ে নাজিল হয়েছে, সেগুলো আমি ধারণ করতে সক্ষম হয়েছি। আর এরফলে গতমাসে কুরআন হেফজ পরীক্ষায় আমি ১০০ নম্বরের মধ্যে ৯৫ নম্বর পেয়েছে।   iqna

 

captcha