IQNA

মালি প্রজাতন্ত্রে সশস্ত্র হামলায় ৭ সেনা নিহত

20:59 - September 29, 2019
সংবাদ: 2609330
আন্তর্জাতিক ডেস্ক: মালি প্রজাতন্ত্রের সেনাবাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে, অজ্ঞাত বন্দুকধারীদের আক্রমণে সাত জন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সেনা বাহিনীর সদস্যরা একটি ট্রাক সার বহন করছিল। এসময় ঐ ট্রাকটির বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর সশস্ত্র সন্ত্রাসীরা সেনা বাহিনীর সদস্যদের উপর হামলা চালায়।
সেনা বাহিনীর সদস্য আরও ঘোষণা করেছে, হামলাকারীদের গ্রেপ্তার করার জন্য সৈন্যদের মোতায়েন করা হয়েছে।
মালি প্রজাতন্ত্রে ২০১২ সালের মার্চ মাস থেকে সেদেশের উত্তরাঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীরা আধিপত্য বিস্তার করেছে এবং ২০১৩ সালে আন্তর্জাতিক সামরিক বাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে অনেক সন্ত্রাসী মালি প্রজাতন্ত্র থেকে বহিষ্কার হয়েছে। তবে বন্দুকধারীরা মালির উত্তরাঞ্চলের কেন্দ্র এবং দক্ষিণাঞ্চল সহকারে প্রতিবেশী দেশ বুর্কিনা ফাসো এবং নাইজারে আক্রমণ অব্যাহত রেখেছে।  iqna

 

captcha