IQNA

ইসলামিক বিশ্ব ও আঞ্চলিক সমস্যা সমাধানে ইরান-তুরস্কের পারস্পরিক সহযোগিতা

23:08 - December 19, 2019
সংবাদ: 2609863
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আজ (বৃহস্পতিবার) কুয়ালালামপুর সামিটের অবকাশে এক বৈঠকে তারা এ আহ্বান জানান।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এ সময় দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি বিশেষকরে সিরিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে মতবিনিময় করেন। রুহানি সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি এবং তেলের খনিগুলোর ওপর মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সিরিয়ার সরকারের সঙ্গে তুরস্ক ও ইরানের সহযোগিতা আরও বাড়াতে হবে।

সিরিয়ার ইদলিব থেকে সব সন্ত্রাসী গোষ্ঠীর মূলোৎপাটনে ওই দেশের সরকারের সঙ্গে সহযোগিতা বাড়াতে তুর্কি প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান।

ইরান ও তুরস্কের প্রেসিডেন্ট জ্বালানি, যান চলাচল, শিল্প, বাণিজ্য ও ব্যাংকিং খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেছেন।

তুরস্ক ও ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দুই দেশই আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।  iqna

 

 

captcha