IQNA

তাজিকিস্তানে মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদের উদ্বোধন

20:26 - February 05, 2020
সংবাদ: 2610177
আন্তর্জাতিক ডেস্ক: তাজিকিস্তানের রাজধানী দুশান্বে শীঘ্রই মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে।

তাজিকিস্তানে মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদের উদ্বোধনAki Press-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তাজিকিস্তানের স্থপতি ও নির্মাণ বিভাগ ঘোষণা করেছে: ২০১৯ সালের অক্টোবর মাসে কাতারের আমিরের উপস্থিতিতে এই মসজিদটি উদ্বোধন হওয়া কথা ছিল। কিন্তু তার সফর স্থগিত হওয়ার কারণে এটি ২০২০ সালের মার্চ মাসে উদ্বোধন করা হবে।


২০০৯ সালের অক্টোবর মাসে মসজিদটির ভিত্তি স্থাপন করা হয়েছে। তাজিক এবং কাতারি বিশেষজ্ঞদের দ্বারা নির্মিত এই মসজিদে মোট ৪টি মিনার রয়েছে। প্রতিটি মিনারের উচ্চতা ৭৫ মিটার এবং প্রধান গম্বুজের উচ্চতা ৪৭ মিটার। এছাড়াও ২০ মিটার উচ্চতা সম্পন্ন দুইটি ছোট গম্বুজও রয়েছে। নবনির্মিত এই মসজিদে একসাথে ১ লাখ ২০ হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারবেন।


দুশান্বের উত্তরাঞ্চলে অবস্থিত এই মসজিদে গ্রন্থাগার, যাদুঘর, মিলনায়তন এবং অভ্যর্থনা কক্ষ নির্মাণ করা হয়েছে। মসজিদটি নির্মাণ করতে প্রায় ১০০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। iqna

 

captcha