IQNA

তালেবান: কাবুল ড্রোন হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে আমেরিকা

20:15 - December 15, 2021
সংবাদ: 3471143
তেহরান (ইকনা): তালেবানের একজন মুখপাত্র বলেছেন, মার্কিন সেনাবাহিনী ড্রোন হামলার মাধ্যমে নিরীহ আফগান বেসামরিক নাগরিকদের হত্যা করছে। এজন্য মার্কিন সরকারের উচিত নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া।
আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলার ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। পাশাপাশি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকেই দোষী বলে এক বিবৃতি দিয়েছে আফগান প্রশাসনের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
 
স্থানীয় সময় মঙ্গলবার দেয়া বিবৃতিতে তিনি আরো বলেন, সাধারণ আফগান নাগরিকদের নৃশংসভাবে হত্যা করায় যুক্তরাষ্ট্রের উচিৎ তাদের পরিবারের সহায়তায় এগিয়ে আসা। এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র একইভাবে হামলা চালালেও দোষীদের শাস্তি দেয়নি বলে অভিযোগ করেন তিনি। ক্ষতিপূরণ দেয়াকে ওয়াশিংটনের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন মুজাহিদ। 
 
এর আগে স্থানীয় সময় সোমবার পেন্টাগন জানায়, কাবুলে মার্কিন ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো সেনাসদস্য বা কর্মকর্তাকে সাজা পেতে হবেনা। যদিও ওয়াশিংটনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে নিহতদের পরিবারের সদস্যরা।
 
 
এর আগে মার্কিন ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো সেনাসদস্য বা কর্মকর্তাকে সাজা পেতে হবে না বলে জানিয়েছে পেন্টাগন। হামলার ঘটনার একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর কাছে পৌঁছানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দপ্তরটির মুখপাত্র।
 
গেল আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর দেশটির নাগরিকরা দেশ ছাড়তে বিমানবন্দরে জড়ো হন, সেসময় এলাকাটিতে আত্মঘাতী হামলা চালিয়ে ১৭০ বেসামরিক নাগরিকসহ ১৩ মার্কিন সেনা নিহত হয়। এ ঘটনায় দায় স্বীকার করে আইএস। ওই হামলার পরপরই আইএসের আত্মঘাতী বোমা হামলাকারী সন্দেহে একটি গাড়িতে ড্রোন হামলা চালায় মার্কিন গোয়েন্দারা। এতে গাড়িটিতে থাকা তিন প্রাপ্তবয়স্ক ও সাত শিশুসহ ১০ বেসামরিক নাগরিক নিহত হন। iqna 
 
captcha