IQNA

নক্ষত্রপুঞ্জের ভিত্তিতে নির্ধারিত হয়েছে;

প্রায় তিনমাস আগেই রমজানের তারিখ ঘোষণা করল আরব দেশসমূহ

20:02 - January 04, 2022
সংবাদ: 3471233
তেহরান (ইকনা): জ্যোতির্বিজ্ঞানীরা আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হওয়ার তারিখ ঘোষণা করেছেন। তাদের গণনা অনুযায়ী ২০২২ সালের ২য় এপ্রিলে আরব দেশসমূহে পবিত্র রমজান মাস শুরু হবে।
জ্যোতির্বিজ্ঞানীরা ঘোষণা করেছেন: ২০২২ সালের পহেলা এপ্রিলে রমজান মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঐ তারিখে যদি চাঁদ দেখা যায় তাহলে ২য় এপ্রিল থেকে রমজান মাস শুরু হবে।
 
এটিও ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, এ বছরের পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে এবং  মে মাসের প্রথম তারিখ রবিবার সন্ধ্যায় রমজান মাস শেষ হবে এবং শাওয়াল মাসের সূচনা হবে।
 
আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বোর্ডের চেয়ারম্যান এবং আরব স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি ইউনিয়নের সদস্য ইব্রাহিম আল-জারওয়ান বলেছেন যে, পবিত্র রমজান মাস শুরু হতে প্রায় 90 দিন বাকি রয়েছে। ১৪৪৩ হিজরি রমজান মাসের চাঁদ ২৯শে শাবানের (২০২২ সালের ১ম এপ্রিল) সন্ধ্যায় উদিত হবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২ এপ্রিল শনিবার পবিত্র রমজান মাসের সূচনা হবে।
 
মিশরীয় দারুল ইফতার সাথে সম্পৃক্ত ইস্তাহালালের শরিয়া কমিটিও ঘোষণা করেছে যে ২০২২ সালের ১ম এপ্রিলে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য চাঁদ দেখা কমিটি তাদের কার্যক্রম শুরু করবে। তবে ধারণা করা হচ্ছে যে, মিশরে ২য় এপ্রিলে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে।
 
আসন্ন ঈদুল ফিতরের তারিখ সম্পর্কে এই কমিটি আরও ঘোষণা করেছে যে, শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণের জন্য কমিটি 2022 সালের মে মাসের প্রথম দিন শাওয়াল মাসের চাঁদ দেখা শুরু করবে।  iqna
 
 
 
captcha