IQNA

করোনায় মৃত্যু সংখ্যা নিয়ে কেন এতো গড়মিল?

17:10 - May 06, 2022
সংবাদ: 3471816
তেহরান (ইকনা): স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রায় ৭৫ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। সেইসঙ্গে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রশংসিত হয়েছে। আমরা সঠিক সময়ে করোনার টিকা দিতে পেরেছি বলে মৃত্যুর হার এতো কম হয়েছে।’
মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর কথা মতে সঠিক সময় দেশের ৭৫% মানুষকে টিকা দেয়ার কারণেই নাকি বাংলাদেশে মৃত্যুর হার এত কম হওয়ার কারণ!!! অথচ ব্রিটেনে ৯২% জনগণকে ১ডোয , ৮৬% কে ২ ডোয এবং ৬৮% কে ৩ ডোয টিকা দেয়ার পর এই গত এপ্রিল মাসেই ( ২০২২ ) করোনায় বহু মানুষের কেন প্রাণহানি হয়েছে যা এ মাসেই ( এপ্রিল ২০২২ ) বাংলাদেশে করোনায় প্রাণহানি থেকে অনেক অনেক গুণ বেশি ?! এটা কেন ও কিভাবে হল ? এ ব্যাপারে মন্ত্রী মহোদয় তাত্ত্বিক , তথ্যবহুল , বিশ্লেষণ ধর্মী , গ্রহণযোগ্য , বস্তুনিষ্ঠ ও যৌক্তিক ব্যাখ্যা দেবেন কি ? !
   এই গত ৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল ২০২২ পর্যন্ত
https://www.worldometers.info/coronavirus/country/uk এ প্রকাশিত ব্রিটেনে করোনায় আক্রান্ত ও মৃত্যু পরিসংখ্যান লক্ষ্য করুন :
৭-৪-২০২২ : আক্রান্ত ৪৪৬৬২ জন এবং মৃত্যু : ৩১৭ জন ;
৮-৪-২০২২ : আক্রান্ত : ৩৮,৬১০জন এবং মৃত্যু : ৩৪৭ জন ;
৯-৪-২০২২ : -----
১০-৪-২০২২ : --------
১১-৪- ২০২২ : আক্রান্ত : ৩০,৮৮১ জন , মৃত্যু : ১১৬ জন ;
১২-৪-২০২২ : আক্রান্ত : ৩৭২৯৯ জন , মৃত্যু : ২৮৮ জন ; 
১৩ - ৪ - ২০২২ : আক্রান্ত : ৩৩৬৭২ জন , মৃত্যু : ৬৫১ জন ; 
১৪-৪-২০২২ : আক্রান্ত : ৩১,৬১০ জন , মৃত্যু : ৩৫০ জন ; 
১৫-৪-২০২২ : -----
১৬-৪-২০২২ : ------
১৭-৪-২০২২ : ------
১৮-৪-২০২২ : -------
১৯-৪-২০২২ : --------
...
২০-৪-২০২২ : আক্রান্ত : ২৫৭৩৫ জন , মৃত্যু : ৫০৪ জন ;
২১-৪-২০২২ : আক্রান্ত : ২১৩৮৩ জন , মৃত্যু : ৬৪৬ জন ;
২২-৪-২০২২ : আক্রান্ত :  ১৮৩৮১ জন , মৃত্যু : ৩২০ জন ;
২৩-৪-২০২২ : ------
২৪-৪-২০২২ : ------
২৫-৪-২০২২ : -------
২৬-৪-২০২২ : আক্রান্ত : ১৬৯৫৯ জন , মৃত্যু : ৪৫১ জন ;
২৭-৪-২০২২ : আক্রান্ত : ১৪১৫০ জন , মৃত্যু : ৩০৪ জন ; 
২৮-৪-২০২২ : আক্রান্ত : ১২১৫৪ জন , মৃত্যু : ২৪৮ জন ; 
২৯-৪-২০২২ : আক্রান্ত : ৭৩৩২ জন এবং মৃত্যু : ২১৬ জন 
৭-৪-২০২২ থেকে ২৯-৪-২০২২ পর্যন্ত মোট ২৩ দিনের মধ্যে মাত্র ১৩ দিনের ব্রিটেনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান worldometer এ নথিবদ্ধ ( ثبت و ضبط ) হয়েছে । কিন্তু এপ্রিল মাসের ৯ , ১০ , ১৫ , ১৬ , ১৭, ১৮ , ১৯ , ২৩ , ২৪ , ২৫ তারিখ অর্থাৎ এ ১০ দিনের মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান সেখানে ( ওয়ার্ল্ডোমিটার ) নথিবদ্ধ ( লিপিবদ্ধ ) হয় নি । 
যাহোক প্রাপ্ত পরিসংখ্যানের ভিত্তিতে ঐ ১৩ দিনে মৃত্যু ও  আক্রান্তের সর্বনিম্ন সংখ্যা ছিল : যথাক্রমে  ১১৬ জন ( ১১-৪-২০২২ ) এবং ৭৩৩২ জন ( ২৯-৪-২০২২ ) আর ঐ একই সময়কালে ( ১৩ দিন ) মৃত্যু ও আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা ছিল যথাক্রমে : ৬৫১ জন ( ১৩-৪-২০২২ ) এবং ৪৪৬৬২ জন (৭-৪-২০২২ ) ; এ ছাড়াও ১৩ -৪-২০২২ তারিখের পর মৃত্যুবরণকারীদের সংখ্যা হ্রাস পায় তবে আবার  ২০- ৪- ২০২২ এ মৃত্যু বরণকারীদের  সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় : ৫০৪ জন এবং ২১-৪-২০২২ আরো বেড়ে তা (মৃত্যু সংখ্যা) হয় ৬৪৬ জন ! 
এরপর তা আবার কমতে কমতে ২৯-৪-২০২২ তারিখে হয়েছে ২১৬ জন ; আর এ পরিসংখ্যান ও পূর্ববর্তী মাস গুলোর করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে ব্রিটেন ও অন্যান্য পশ্চিমা দেশে উদাহরণ স্বরূপ : আজ যদি মারা যায় ৩০-৪০ আগামীকাল হয়তো মারা যেতে পারে ৩০০ জন  বা ৪০০ জন বা ৬০০ জন বা এরও বেশী , যেমন : ১২ - ৪- ২০২২ তারিখে মারা যায় ২৮৮ জন অথচ একদিন পরে অর্থাৎ ১৩-৪-২০২২ তারিখে মারা গেছে ৬৫১ জন এবং পরের দিন ( ১৪-৪-২০২২ ) ৩৫০ জনের মৃত্যু হয়েছে । এরপর ফের ২০-৪-২০২২ তারিখে মৃত্যু সংখ্যা বেড়ে হয় ৫০৪ জন এবং ২১-৪-২০২২ তারিখে আরো বেড়ে হয় ৬৪৬ জন । কিন্তু ২২-৪-২০২২ তারিখে মৃতের সংখ্যা এক ধাপে কমে হয় ৩২০ জন আবার ২৬-৪-২০২২ তারিখে দেখা যাচ্ছে যে ঐ দিন মৃত্যু বরণ করে ৪৫১ জন ; এরপর ২৯-৪-২০২২ তারিখ পর্যন্ত মৃতের সংখ্যা কমতে থাকে এবং তা ২৯-৪- ২০২২ তারিখে হয়েছে ২১৬ জন । এরপর বলা যাচ্ছে না যে তা বাড়বে কি বাড়বে না ।
অর্থাৎ মৃত ও আক্রান্তের সংখ্যা হ্যাপাযার্ডলি উঠানামা করছে । টিকা দেয়ার আগে মৃত ও আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ত এবং পিকে পৌঁছে যাওয়ার পর তা আবার ধীরে ধীরে হ্রাস পেত ও নেমে যেত । তাই তখন কবে পিকে যাবে এবং কখন থেকে কমতে থাকবে তা মোটামুটি প্রেডিক্ট করা যেত । কিন্তু টিকাদানের পর থেকে এ ধরণের প্রেডিকশন এখন আর সম্ভব হচ্ছে না ( ব্রিটেন ও পশ্চিমা দেশগুলোর ক্ষেত্র ) । গত এপ্রিল ২০২২ ও এর পূর্ববর্তী মাস গুলোর পরিসংখ্যানসমূহ এর প্রমাণ । 
৭-৪-২০২২ থেকে ২৯-৪-২০২২ পর্যন্ত এই ২৩ দিনের মধ্য থেকে ১৩ দিনের প্রাপ্ত পরিসংখ্যানের ভিত্তিতে ব্রিটেনে ৪৭৬২ জন করোনায় মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ২৬৭৫৪৬ জন । আমরা এই সময়কালের মধ্যে ১০ দিনের কোন পরিসংখ্যান পাই নি । তাই বলা যায় যে ৭-৪-২০২২ থেকে ২৯-৪-২০২২ পর্যন্ত ২৩ দিনে ব্রিটেনে করোনায় প্রকৃত মৃত্যু ও আক্রান্ত সংখ্যা আরো বেশি হবে !! 
আর ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বাংলাদেশে ৭৫% জনগণকে ( ১৬৫ মিলিয়ন ) টিকা দিয়েও ২৩-৪-২০২২ থেকে ২৯-৪-২০২২ পর্যন্ত এ ৭ দিনে করোনায় মৃত্যুর কোনো রেকর্ড নেই ( অর্থাৎ মৃত্যু সংখ্যা অফিসিয়ালি শূন্য ছিল ) !! এবং আক্রান্ত সংখ্যা ছিল মাত্র ১৬৮ জন । অথচ ঐ একই সময় ( ২৩-৪-২০২২ থেকে ২৯-৪-২০২২ ) অর্থাৎ এই ৭ দিনে ৮৬% এর অধিক জনগণকে ( মাত্র ৬৬ মিলিয়ন ) টিকা দিয়েও ব্রিটেনে মারা গেছে করোনায় ১২১৯ জন এবং আক্রান্ত হয়েছে ৫০৫৯৫ জন !!!! এটা কি কোনো 
গাঁজাখুরি কাহিনী নাকি আসল বাস্তবতা ( বাস্তব চিত্র ) ?!!  
 
মন্ত্রীমহোদয় কি এর ব্যাখ্যা দেবেন ? অন্যান্য ফ্যাক্টর , শর্ত ও অবস্থা বিবেচনায় না এনে শুধু ভ্যাক্সিনেশনকে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা হ্রাসের একমাত্র কারণ বলে উল্লেখ করলে তখন প্রশ্ন উত্থাপিত হয় যে ১৬৫ মিলিয়নের অধিক সংখ্যক জনগণের ৭৫% কে যদি টিকা দিয়ে মৃত্যু সংখ্যা শূন্যের কাছে নামিয়ে আনা ও আক্রান্তের সংখ্যাও প্রায় অনুরূপ হ্রাস করা সম্ভব হয় তাহলে বিশ্বের পঞ্চম বৃহত্তম পরাশক্তি ও পঞ্চম বৃহত্তম অর্থনীতির অধিকারী জ্ঞান , বিজ্ঞান ও প্রযুক্তিতে সবচেয়ে উন্নত দেশগুলোর অন্যতম ব্রিটেন যে কিনা বিশেষ করে আধুনিক চিকিৎসা বিজ্ঞানেরও পথিকৃৎ সেই দেশ মাত্র ৬৬ মিলিয়ন জনগণের ৮৬% এরও অধিককে টিকা দিয়েও যে কেন বাংলাদেশের চাইতেও তার এহেন দৈন্য দশা হয়েছে তার সঠিক জবাব কে দেবে ? 
আসলে অন্য সকল শর্ত , ফ্যাক্টর ও অবস্থা উপেক্ষা করে সব ক্রেডিট ভ্যাক্সিনের সাথে সংশ্লিষ্ট করা বোধ হয় বাস্তবতা থেকে বহু দূরেই হবে ।
গত ৪মে ২০২২ ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়েছে নতুন করে ১২৪১জন এবং মারা গেছে ২২৭ জন এবং ৫মে ২০২২ একদিনের ব্যবধানে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৪০৬ জন এবং মৃত্যু বরণ করেছে ৪৩৮ জন !!!!!  কেমন বল্গাহীন লাগামহীন অর্থাৎ অনির্দেশ্য ও অনিশ্চিত ( unpredictable) ধরণের উঠানামা ! এটা কেন ? এর সঠিক জবাব কে দেবে? ৮৬% এর অধিক মানুষকে টিকা দিয়েও ব্রিটেনে করোনায় আক্রান্ত ও মৃত্যু হার এত বেশি অথচ বাংলাদেশে ৭৫% মানুষকে টিকা দিয়েও ব্রিটেনের তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক অনেক অনেক কম ও বেশ কিছু দিন যাবৎ কোনো মৃত্যুও হয় নি এ রোগে ?!!
 
এরপরেও কিছু নাদান মুর্খ বলবে বা বলছে : আরে ব্রিটেনে যে ১৩ - ১৪ % মানুষ একদম টিকা নেয় নি তাদের মধ্য থেকেই এখন ব্রিটেনে করোনায় আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে !!! তাহলে পাশ্চাত্যের এ সব গর্দভ হাদারাম উজবুগ গবেট শয়তান পাচাটা দাসদের বলতে হয় : তাহলে বাংলাদেশে ২৫% মানুষ একদম টিকা না নিয়েও কেন এ দেশে  বেশ দীর্ঘ সময় ধরে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা প্রায় শূন্যের কাছে নেমে এসেছে?  পাশ্চাত্যের এ সব পা চাটা উচ্ছিষ্ট ভোগী চাকর বাকর ও ভৃত্যের কাছে গ্রহণযোগ্য তাত্ত্বিক বৈজ্ঞানিক যৌক্তিক কোনো ব্যাখ্যা আছে কি ?এরা পাশ্চাত্য পূজারী , বস্তুবাদী বিবেক ও ঈমানহীন অপরাধীও বটে । তাই এ প্রশ্নের সঠিক জবাব এদের কাছ থেকে কখনোই আশা করা যায় না।
মুহাম্মদ আবদুর রহমান
৩-৫-২০২২

 

captcha