IQNA

ঈদ সংগীত : ঈদ এসেছে ঈদ এসেছে

10:34 - July 10, 2022
সংবাদ: 3472110
তেহরান (ইকনা): মৌলানা জালালুদ্দিন বলখী লিখিত ঈদ সংগীতটি অতি প্রসিদ্ধ। সম্প্রতি এই সংগীতটি ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান বাংলায় অনুবাদ করেছেন।

মূল : মৌলানা জালালুদ্দিন বলখী ( তিনি মৌলানা রুমী নামেও ভারতীয় উপমহাদেশে প্রসিদ্ধ )
গায়ক : হাসান ফারহদপূর এবং হাসান ফাদয়ীয়ান্
ঈদ্ অমাদ্ ও ঈদ্ অমাদ্
ঈদ্ এসেছে ঈদ এসেছে
ভন্ বাখ্তে সাঈদ্ অমাদ
আর ঐ সৌভাগ্যও এসেছে 
বারগীর্ ও ডোহল মী মান
নেও ঢোলক আর তা বাজাও 
কন্ মহ্ পাদীদ্ অমাদ্
কারণ ঐ চাঁদের যে শুভোদয় হয়েছে
বারখীয্ বারখীয্
উঠো উঠো
বারখীয্ বে মেইদন্ রোও
উঠো ময়দানে যাও
দার্ হালক্বেয়ে রেন্দন্ রোও
( খোদা প্রেমে মত্ত ) মাতালদের আসরে যাও 
রোও জাম্বে মেহমন্ রোও
যাও মেহমানের দিকে ছুটে যাও
ক্যায্ রহে বাঈদ্ অমাদ্
যে দূরের পথ থেকে এসেছে
ক্যায্ রহে বাঈদ্ অমাদ্
যে দূরের পথ থেকে এসেছে 
ঈদ্ অমাদ্ ও ঈদ্ অমাদ্
ঈদ এসেছে ঈদ এসেছে
ভন্ বাখ্তে সাঈদ্ অমাদ্
আর ঐ সৌভাগ্যও এসেছে
বার্গীর্ ও ডোহল , মী যান্
নেও ঢোলক আর তা বাজাও
কন্ মহ্ , পাদীদ্ অমাদ্
কারণ ঐ চাঁদের যে শুভোদয় হয়েছে
বার বান্দে লাব ও তানে যান্
যেন তা রমণীর ওষ্ঠে ও অঙ্গে
চূন্ ঘোঞ্চেভো চূন্ সূসান্
( শোভা পাচ্ছে ) কলির মতো আর সুসানের মতো
রোও সাবর্ কোন্ , আয্ গোফতান্
যাও ধৈর্য ধর ( সংযত থাক ) কথা বলা থেকে
রোও সাবর্ কোন্ , আয্ গোফতান্
যাও ধৈর্য ধর ( সংযত থাক) কথা বলা থেকে 
চূন্ সাবর্ কেলীদ্ অমাদ্
কারণ সবর ( ধৈর্য ) হচ্ছে ( সবকিছুর) চাবিকাঠি ( সমাধান )
 
অনুবাদ : ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

 

captcha