IQNA

আফগান শরণার্থীদের নিয়ে কাতারে বিশেষ প্রদর্শনী

0:01 - October 25, 2022
সংবাদ: 3472707
তেহরান (ইকনা): আফগানিস্তানের শরণার্থীদের অভিজ্ঞতা তুলে ধরতে কাতারের রাজধানী দোহায় একটি প্রদর্শনী শুরু হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ইসলামিক আর্ট মিউজিয়াম ‘সাফার’ নামে এ প্রদর্শনীর আয়োজন করে। রবিবার (২৩ অক্টোবর) কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আলে থানি প্রদর্শনীটি উদ্বোধন করেন।   আল-জাজিরা মুবাশির সূত্রে জানা যায়, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে।
ফটোগ্রাফি ও ভিডিও চিত্রের মাধ্যমে আফগান শরণার্থীদের গল্প ও অভিজ্ঞতা তুলে ধরা হবে। এ ছাড়া আফগানিস্তানের ইতিহাস, ভৌগোলিক অবস্থান, প্রাচীন বাণিজ্য পথের সংযোগস্থল ও প্রাকৃতিক সম্পদ সম্পর্কেও জানা যাবে।
 
ধারণা পাওয়া যাবে ব্রোঞ্জ যুগ থেকে গুরুত্বপূর্ণ সাম্রাজ্যের অংশ হিসেবে এই অঞ্চলের ভূমিকা সম্পর্কে। মূলত এ প্রদর্শনীর মাধ্যমে গত বছর দেশত্যাগ করা আফগান শরণার্থীদের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। আফগানিস্তান থেকে কাতারের দোহা হয়ে তারা বিভিন্ন দেশে গমন করেন।  
 
অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবদুর রহমান আকাশপথে ইতিহাসের সর্বোচ্চসংখ্যক দেশত্যাগ কার্যক্রমে কাতারের ভূমিকার কথা তুলে ধরেন। সেই সময়ে ৮০ হাজারের বেশি আফগান ও বিভিন্ন দেশের নাগরিকদের আকাশপথে দেশত্যাগ করেন বলে জানান তিনি। মানুষের চলাচল এবং মৌলিক পণ্য, মানবিক সহায়তা নিশ্চিত করতে কাবুল বিমানবন্দরে পুনর্গঠনে কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে তিনি জানান।  
 
তিনি আরো জানান, আফগানিস্তানে মানবিক দায়িত্ব পালনে কাতারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী দেশটির সব সম্প্রদায়ের মধ্যে বৈষম্যহীন শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান। সংকটকালে আফগানিস্তানের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।  
 
উল্লেখ্য, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত দোহা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই কাবুল বিমানবন্দর পুনরায় চালুকরণ ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে কাতার।  
 
সূত্র : আলজাজিরা মুবাশির
captcha