IQNA

কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ

0:38 - February 07, 2024
সংবাদ: 3475066
ইকনা: কাতারে অনুষ্ঠিত তিজান আন-নুর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ মো. মুশফিকুর রহমান। গত ২৯ জানুয়ারি দোহায় অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে সম্মাননা সনদ দেওয়া হয়। আসন্ন রমজানে মাসব্যাপী প্রতিযোগিতার পুরো ধারাবাহিক সম্প্রচার করবে কাতারের শিশুবিষয়ক টেলিভিশন চ্যানেল জিম টিভি।

কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজজানা যায়, তিজান আন-নুর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা প্রতিবছর অনুষ্ঠিত হয়।

অনলাইনে উত্তীর্ণ হাফেজরা কাতারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয়। এবার বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার হাফেজ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্যে ১৬ জন সশরীরে মূল প্রতিযোগিতা অংশগ্রহণ করে। পুরো প্রতিযোগিতার অনুষ্ঠান ধারাবাহিকভাবে আসন্ন রমজান মাসে কাতারের শিশু-কিশোরবিষয়ক টিভি চ্যানেল জিম টিভিতে সম্প্রচারিত হবে।
কাতারের রাষ্ট্রীয় মালিকাধীন বি ইন মিডিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান জিম টিভি। এর সাবেক নাম ছিল আলজাজিরার চিলড্রেনস চ্যানেল।
উল্লেখ্য, হাফেজ মুশফিকুর রহমান গত বছর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ১৫ পারা বিভাগে চতুর্থ স্থান অধিকার করে এবং পুরস্কার হিসেবে এক লাখ ২০ হাজার সৌদি রিয়াল ও সম্মাননা পদক লাভ করে। সে কক্সবাজারের মা’হাদ আন-নিবরাসে কোরআন হিফজ সম্পন্ন করে।

বর্তমানে সে যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার শিক্ষার্থী।

captcha