IQNA

নানা কর্মসূচির মধ্যদিয়ে খুলনায় ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম পালিত

22:21 - October 21, 2019
2
সংবাদ: 2609477
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের খুলনায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের চেহলাম পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (সোমবার) বেলা ২টা ৩০ মিনিট নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমাম বাড়িতে আলোচনা সভা এবং শোক ও মাতম মিছিল কর্মসূচি পালন করা হয়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি বলেন, "নবী (সা.) দৌহিত্র হযরত ইমাম হুসাইন (আ.) এর পবিত্র শাহাদাতকে স্মরণ করা একটি ধর্মীয় দায়িত্ব। কেননা ইমাম হুসাইন (আ.) ইসলাম ধর্ম রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সুতরাং ইমাম হুসাইন (আ.) এর এই কালজয়ী বিপ্লবকে স্মরণ করে আলোচনা অনুষ্ঠান ও শোক মিছিলের আয়োজন করে জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়া ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সচেতনতা সৃষ্টি করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করি।"

অনুষ্ঠানে মর্সিয়া পাঠ করেন জনাব আতিয়ার রহমান ও আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ রেজা আলী জায়দী, হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোর্তজা, হুজ্জাতুল ইসলাম মোঃ আব্দুল লতিফ, হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাবের রেজা, হুজ্জাতুল ইসলাম মোঃ আনিছুর রহমান, হুজ্জাতুল ইসলাম শহিদুল হক, হুজ্জাতুল ইসলাম শেখ আলী আকবর, হুজ্জাতুল ইসলাম সৈয়দ ফিরোজ আলী আবেদী, হুজ্জাতুল ইসলাম সাজেদুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম মোঃ ইয়ানুর হুসাইন প্রমুখ। এছাড়া খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত বিভিন্ন কেন্দ্রের নেতৃবৃন্দ ও মুমিন ভাইয়েরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী’র সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইকবালের নেতৃত্বে একটি শোক ও মাতম মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমাম বাড়িতে গিয়ে শেষ হয়। পার্সটুডে

প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Alimuzzaman
0
0
আমারও যাওয়ার নসিব হয়েছি,
Shayrin shayla
0
0
Amin,insaallah jabo...
captcha