IQNA

মসজিদুল হারামের বৃহত্তম প্রবেশদ্বার নির্মাণ + ছবি

20:40 - July 14, 2020
সংবাদ: 2611138
তেহরান (ইকনা): মক্কার চেম্বার অফ কমার্সের রিয়েল এস্টেট কমিটির প্রধান মসজিদুল হারামের "কিং আবদুল আজিজ" গেট নামক বৃহত্তম প্রবেশদ্বার নির্মাণের খবর জানিয়েছেন।

মক্কার চেম্বার অফ কমার্সের রিয়েল এস্টেট কমিটির প্রধান আনস সাইরাফি এক বিবৃতিতে বলেছেন: মুসল্লি ও হাজিগণ "কিং আবদুল আজিজ" গেটের মাধ্যমে মসজিদুল হারামের দক্ষিণ দিক থেকে সরাসরি কাবাঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন। এই গেটের পুরানো অবস্থান থেকে প্রায় 50 মিটার দূরে বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন: এই গেটটি তৈরি করতে সর্বাধুনিক প্রযুক্তি এবং ডিজাইনগুলি ব্যবহার করা হয়েছে এবং গেটটির নতুন আকারে দৈর্ঘ্য ৫১ মিটার এবং প্রস্থ প্রায় ২০ মিটার। এছাড়াও এমটি মিনার সহ গেটটির উচ্চতা ১৩৭ মিটার পর্যন্ত পৌঁছাবে।

এই গেটটি মসজিদুল হারামের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প। iqna

 

 

captcha