IQNA

হিজবুল্লাহর উপ-মহাসচিব;

ইমাম খোমেনী (রহ.) বিশ্ববাসীর নিকটে ইসলামী শক্তি ও গতিশীলতা প্রমাণ করেছেন + ভিডিও

19:17 - June 03, 2021
সংবাদ: 2612899
তেহরান (ইকনা): লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন,দখলদার ইসরাইল ভালোকরেই জানে হিজবুল্লাহর শক্তি ক্রমেই বাড়ছে। ইমাম খোমেনী (রহ.)’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতরাতে এক ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘লেবাননের প্রতিরোধ আন্দোলন এখন অনেক বেশি শক্তিশালী। আমাদের এ অবস্থানের বিষয়টি ইসরাইলও জানে। তারা এটা ভালোকরেই জানে হিজবুল্লাহ গোটা অঞ্চলেই স্বাধীনতার পতাকা উড়াতে প্রস্তুতি নিচ্ছে, শক্তি বাড়াচ্ছে।'

গাজায় সাম্প্রতিক যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, এই যুদ্ধে প্রমাণিত হয়েছে ফিলিস্তিনকে আলাদা করা যাবে না। ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশই অন্য কাউকে দেওয়া যাবে না।

তিনি বলেন, ইসলামী ইরান হচ্ছে প্রতিরোধ সংগ্রামের দিকনির্দেশক। ইমাম খোমেনী (রহ.)’র বিপ্লব গোটা অঞ্চলে পরিবর্তনের সূচনা করেছে। ইসরাইলের পতনও শিগগিরই দেখা যাবে।

১৯৮৯ সালের ৩ জুন ইমাম খোমেনী (রহ.) ইন্তেকাল করেন। এই মহান নেতার জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। গিনেস রেকর্ড বুক বলছে ইমাম খোমেনী (রহ.)'র জানাজায় এক কোটি দুই লাখ মানুষ অংশ নিয়েছে।

ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইরানসহ বিশ্বব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী রেডিও-টেলিভিশনে সরাসরি ভাষণ দেবেন। iqna

captcha