IQNA

বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবে না কেউ

16:22 - June 12, 2021
সংবাদ: 2612946
তেহরান (ইকনা): বাংলাদেশ থেকে এবার কেউই হজে যেতে পারবে না। তবে সৌদিতে থাকা মুসলমানরাই শুধু হজ করার সুযোগ পাবেন। করোনা মহামারির মধ্যে টানা দ্বিতীয় বারের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ করেছে সৌদি আরব।

শনিবার সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির বাইরে থেকে কোনো দেশের মানুষ এবার হজে অংশে নিতে পারবেন না। তবে সৌদিতে অবস্থানরত মুসলিমরা হজে অংশ নেয়ার সুযোগ পাবেন। দেশটিতে বসবাসরত ৬০ হাজার মানুষকে এবার হজে অংশ নেওয়ার সুযোগ দেবে সৌদি আরব।

করোনা মহামারি শুরুর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় সপ্তাহব্যাপী হজ পালনের জন্য ২৫ লাখের বেশি মানুষ সমবেত হতেন। হজ থেকে প্রতিবছর ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার আয় হতো সৌদি আরবের।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ শুধু হজ থেকেই ৫০ বিলিয়ন রিয়াল (১৩ দশমিক ৩২ বিলিয়ন ডলার) আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল। সেই লক্ষ্যে দেশটি ২০৩০ সাল নাগাদ ওমরাহ ও হজের জন্য আগত মুসল্লিদের সংখ্যা তিন কোটিতে নিয়ে যেতে চেয়েছিল। আরটিভি

captcha