IQNA

ভিডিও | শাইখ আল-হুসারির আদলে সেনেগালের ক্বারীদের মনোমুগ্ধকর তিলাওয়াত

20:57 - October 13, 2021
সংবাদ: 3470818
তেহরান (ইকনা):  সম্প্রতি সেনেগালের বেশ কিছু ক্বারীদের কুরআন তিলাওয়াতের একটি ভিডিও সামাজিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে।  প্রকাশিত ভিডিওয় দেখা গিয়েছে যে, সকল ক্বারীগণ একত্রিত হয়ে মিশরের বিশ্বখ্যাত ক্বারি শাইখ খলিল আল-হুসারির আদলে কুরআন তিলাওয়াত করছেন।

সেনেগালে শাইখ খলিল আল-হুসারির আদলে পবিত্র কুরআন তিলাওয়াত করা প্রথাটি অনেক আগে থেকেই প্রচলিত রয়েছে। এরপূর্বেও দেখা গিয়িছে, সেদেশের অনেক শিশু ও যুবক একত্রিত হয়ে ক্বারী শাইখ খলিল আল-হুসারির আদলে কুরআন তিলাওয়াত করছেন।
 
সেনেগাল পশ্চিম আফ্রিকার একটি দেশ। সেদেশের রাজধানী ডাকার। দেশটির মুসলমানরা কুরআনের সাথে অনেক বেশি জড়িত এবং সেদেশে কুরানের সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে।
 
পবিত্র কুরআন এবং মহানবী (সা.)-এর প্রতি প্রচণ্ড ভালোবাসা সেনেগালের সুফি আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেদেশের যেখানেই কুরআন তিলাওয়াত করা হয়, সেখানেই সম্পূর্ণ নীরবতা প্রতিষ্ঠিত হয় এবং যারা উপস্থিত থাকে তারা হৃদয় দিয়ে আয়াতগুলি শোনেন।
 
শাইখ মাহমুদ খলিল আল-হুসারী ছিলেন মিশর এবং ইসলামী বিশ্বের অন্যতম প্রধান ক্বারী। বিশ্বখ্যাত এই ক্বারি সেদেশের তান্তায় শহরে ১৯১৭ সালের ১৭ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯৮০ সালের ২৪শে নভেম্বর সেদেশের রাজধানী কায়রোয় মৃত্যুবরণ করেন। iqna
 
 
فیلم | جمع‌خوانی قرآن به سبک شیخ الحصری در سنگال

 

captcha