IQNA

আরবাইনের শোকানুষ্ঠানে ছাত্রদের সাথে সর্বোচ্চ নেতা;

সঠিক এবং ধৈর্যশীল হওয়ার জন্য কুরআনের আদেশ চিরকালের জন্য মৌলিক নির্দেশ

17:47 - September 17, 2022
সংবাদ: 3472480
তেহরান (ইকনা): হযরত আয়াতুল্লাহ আল উজমা খামেনেয়ী বলেছেন: পবিত্র কুরআনের দুটি অত্যাবশ্যক ও চিরন্তন বাক্য, অর্থাৎ সত্যের উপদেশ এবং ধৈর্যের উপদেশ, আমাদের জন্য চিরকালের জন্য এবং বিশেষ করে আজকের জন্য একটি মৌলিক নির্দেশ।
ইমাম হুসাইন (আ.)এর পবিত্র আরবাইন উপলক্ষে তেহরানাস্থ ইমাম খোমেনী (রহ.) নামক হুসাইনিয়াতে ইরানী ছাত্রদের পক্ষ থেকে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শোকানুষ্ঠানের শুরুতে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে ছাত্ররা কারবালার জিয়ারতকারীদের সঙ্গে সুর মিলিয়ে 'লাব্বাইক ইয়া হুসাইন" বলে স্লোগান দেয়।
 
সর্বোচ্চ নেতা আজ ইমাম হুসাইন (আ.)এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আয়োজিত শোকানুষ্ঠানে ওই মন্তব্য করেন। 
তিনি বলেন: আরবাইনের মিছিলের অলৌকিক ঘটনা মানবীয় কোনো নীতি-পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয়। আল্লাহই এই সুমহান আয়োজনের মধ্য দিয়ে সুসংবাদ দিচ্ছেন, আমাদের সামনের পথ পরিষ্কার এবং অতিক্রমযোগ্য। যুবক মুমিনদের অন্তরাত্মাকে ঐশী হেদায়েত বৃদ্ধি এবং দোয়ার গুণগত মান বৃদ্ধির কারণ বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। 
সর্বোচ্চ নেতা আরও বলেন: সাইয়্যেদুশ শোহাদার আরবাইন অনুষ্ঠান এবার ইতিহাসের অন্য যে-কোনো সময়ের তুলনায় বেশি জাঁকজমকপূর্ণ ছিল।
হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী কোরানের দুটি অত্যাবশ্যক ও চিরন্তন বাণী-সত্যের উপদেশ এবং ধৈর্যের উপদেশের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন। আরবাইনের বিরুদ্ধে শত্রুদের প্রচারণার প্রতি ইঙ্গিত করে তিনি ওই মৌলিক নির্দেশনার কথা তুলে ধরেন। 4086059
 
 
captcha