IQNA

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০, আহত ৩৫

20:01 - September 30, 2022
সংবাদ: 3472555
তেহরান (ইকনা): আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাযিরা জানিয়েছে, কাবুলের দাশতি বারচি এলাকার একটি কোচিং সেন্টারের ভেতর আজ (শুক্রবার) সকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাকি তাকোর ওই বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। কাবুল পুলিশের মুখপাত্র খালেদ জাদরান জানিয়েছেন, কোচিং সেন্টারটিতে আজ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরীক্ষামূলক টেস্ট নেয়া হচ্ছিল।
 
তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি। গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর দেশটিতে সহিংসতা কমে গেলেও সাম্প্রতিক সময়ে তা আবার বাড়তে শুরু করেছে।
 
তালেবানের প্রতিদ্বন্দ্বী উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস (দায়েশ) এ পর্যন্ত বেশ কয়েকটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে যার ফলে শত শত মানুষ হতাহত হয়েছেন। 4088746
captcha