তেহরান (ইকনা): দীর্ঘ ১১ মাস হেঁটে পবিত্র মক্কায় এসে পৌঁছেছেন ব্রিটিশ হজযাত্রী আদম মুহাম্মদ (৫২)। গত রবিবার (২৬ জুন) মক্কার তানয়িম বা আয়েশা (রা.) মসজিদে এসে পৌঁছান তিনি। এ সময় স্থানীয়দের উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হন কুর্দি বংশোদ্ভূত হজযাত্রী আদম মুহাম্মদ। মক্কায় তাঁকে অভ্যর্থনা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়।
17:38 , 2022 Jun 30