IQNA

জার্মানে নামাজের জন্য ট্যাক্স ধার্যের প্রস্তাব!

23:56 - April 21, 2016
1
সংবাদ: 2600649
আন্তর্জাতিক ডেস্ক: জার্মান সংসদের এক প্রতিনিধি সেদেশেরে বিভিন্ন মসজিদ থেকে ট্যাক্স আদায়ের প্রস্তাব দিয়েছে।


বার্তা সংস্থা ইকনা:  জার্মানের একটি সংবাদপত্র এক প্রতিবেদনে লিখেছে, জার্মানের সংসদ সদস্য আলেকজান্ডার রেদওয়ানের  ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের জন্য ট্যাক্স ধার্য করার প্রস্তাব দিয়েছে।
এর পূর্বে, জার্মানের খৃস্টান সামাজিক ইউনিয়ন পার্টির মহাসচিব অ্যান্ড্রুইয়াস শুয়ির দাবি করেছিলো যে, জার্মানের মসজিদসমূহ কোন বিদেশী  সহায়তা গ্রহণ করতে পারবে না।
শুয়ির বলেছে, জার্মানের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট চার্চ থেকে যে ট্যাক্স গ্রহণ করা হয়, ঠিক অনুরূপ ভাবে মসজিদ সমূহের নিকট হতেও ট্যাক্স গ্রহণ করা হবে।
সাম্প্রতিক দশকে ইউরোপের গুরুত্বপূর্ণ শহরে তাকফিরি সালাফি চিন্তাধারা বিস্তার ও প্রসরের জন্য বেশ কয়েকটি কেন্দ্র নির্মাণ করেছে সৌদি আরব। যেগুলো ইসলামী শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
কয়েক দশক অতিবাহিত হওয়ার পর ইউরোপিয়ান কর্তৃপক্ষ তাকফিরিদের প্রতিরোধ করার জন্য চিন্তা করছে।
বর্তমানে জার্মানে প্রায় ৫ শতাংশ তথা ৪০ লাখ মুসলিম অধিবাসী রয়েছে। সেদেশে বসবাসকৃত মুসলমানদের মধ্যে ৭৫ শতাংশ আহলে সুন্নত, ১৩ শতাংশ আলাভী এবং ৭ শতাংশ শিয়া। জার্মানে মোট ১৪৭টি মসজিদ ও ২৫০০টি নামাজখানা রয়েছে।

iqna


প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
nnwwklgj
0
0
20
captcha