IQNA

স্পিকার ড. আলী লারিজানির উপস্থিতিতে;

ইরানে ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু

12:36 - May 12, 2016
সংবাদ: 2600762
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা গতকাল (১২ই মে) শুরু হয়েছে। ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানির উপস্থিতিতে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বার্তা সংস্থা ইকনা: ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা রাজধানী তেহরানের 'মুসাল্লায়ে ইমাম খোমেনি (রহ.)'-তে আয়োজন করা হয়েছে। রাজধানী তেহরানে পবিত্র জুমা ও ঈদের নামাজ আয়োজনের লক্ষ্যে বিশাল যে মাঠ ও কমপ্লেক্স তৈরি করা হয়েছে, তা 'মুসাল্লায়ে ইমাম খোমেনি (রহ.)' নামে পরিচিত। কুরআন প্রতিযোগিতার পাশাপাশি সেখানে কুরআন প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি উপস্থিতি ছিলেন। এছাড়াও ইসলামিক কাউন্সিলের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী মুহাম্মাদী, বেলায়েতে ফাকীর প্রতিনিধি এবং রাবওয়াহ ও যাকাত সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ মুস্তাফা হুসাইনি, কুরআন বিষয়ক এনডাউমেন্টের হেড, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ, কুরআনিক সংস্থার কর্মকর্তাগণ ও সাধারণ ব্যক্তিমণ্ডলি উপস্থিত ছিলেন।

কুরআন প্রতিযোগিতা আগামী ১৭ মে পর্যন্ত চলবে। এবারের প্রতিযোগিতার শ্লোগান হচ্ছে, " এক গ্রন্থ, এক উম্মাহ"। উক্ত প্রতিযোগিতায় ৭৫টি দেশের ১৩০ জন ক্বারি ও হাফেজ অংশগ্রহণ করেছেন।

৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইন, শরীফ আল আমিন সিদ্দিকী ও মো. হাবিবুর রহমান। প্রতিযোগিতায় জন্মান্ধ তানভীর হোসাইনের উপস্থিতি ইরানিদের মাঝেও কৌতূহলের জন্ম দিয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানে প্রতি বছর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোটা বিশ্বে পবিত্র কুরআনের সমৃদ্ধ সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া এবং কুরআনের চর্চা বাড়ানোই এ প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য। বিজয়ী প্রতিযোগীদের নগদ অর্থসহ নানা পুরস্কার দেওয়া হয়।#

iqna



ট্যাগ্সসমূহ: ইরানে ، কুরআন ، তেহরানে
captcha