IQNA

ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১০ হাফেজ এবং ৬ ক্বারির প্রতিযোগিতা

23:55 - May 13, 2016
সংবাদ: 2600770
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় দিনের অধিবেশন আজ (১৩ই মে) দুপুরে শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১০ হাফেজ এবং ৬ ক্বারি একে অপরের সাথে প্রতিযোগিতা করেছেনে। ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে যথাক্রমে আফগানিস্তান থেকে মুহাম্মাদ নাসির আমিরি (দৃষ্টি প্রতিবন্ধী), তানজানিয়া থেকে আবু বকর মুহাম্মাদ, ইথিওপিয়া থেকে আব্দুল ওয়াহাব আব্দুল কাদিরে, নাইজার থেকে হাসান মোহাম্মাদ (দৃষ্টি প্রতিবন্ধী), মরিতানিয়া থেকে আলহাজ ওমর সায়েদ আহমেদ, ইরাক থেকে আলী রেজা হাসান (দৃষ্টি প্রতিবন্ধী), আইভরি কোস্ট থেকে খালিদ সাঙ্গারী, তিউনিসিয়া থেকে সাবের বেন মোহাম্মদ যা'য়িবী (দৃষ্টি প্রতিবন্ধী), মালয়েশিয়া থেকে মুহাম্মাদ ইমরান এবং শ্রীলংকা থেকে মুহাম্মাদ ইউসুফ অংশগ্রহণ করেছেন।
এছাড়াও হেফজ বিভাগে যথাক্রমে তাজিকিস্তানের আব্দুল কাদের কুতওফ, সিরিয়ার ফাওয়ায মুহাম্মাদ আল-খাওয়াজে, সুইডেনের ওয়াহিদ হায়দারী, থাইল্যান্ডের বারায়সিট ইয়ামিন, মালয়েশিয়া থেকে ভ্যেন ফাখরুর রাযি ভ্যেন এবং বাহরাইন থেকে আহমাদ মানসুর অংশগ্রহণ করেছেন।
iqna
ট্যাগ্সসমূহ: ইরানে ، কুরআন ، তেহরানে ، ইকনা
captcha