IQNA

খ্রিস্টানদের শোকানুষ্ঠানে কুরআন তিলাওয়াত/ আল আজহারের প্রতিক্রিয়া

0:41 - December 17, 2016
সংবাদ: 2602176
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর উত্তরাঞ্চলের একটি এলাকায় খ্রিস্টানদের এক শোকানুষ্ঠানে মিশরীয় এক ক্বারি কুরআন তিলাওয়াত করেছেন। কুরআন তিলাওয়াতের ভিডিওটি সামাজিক মিডিয়া ব্যবহারকারী প্রকাশ করেছে।

বার্তা সংস্থা ইকনা: ২১ ডিসেম্বর কায়রোর উত্তরাঞ্চলের শাবরা অঞ্চলের কাপটিক ক্যাথেড্রালে সন্ত্রাসীদের হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠিত এক শোকানুষ্ঠানে মিশরের এক ক্বারি কুরআন তিলাওয়াত করেছেন।

শাবরা'র স্থানীয় ক্বারি এবং এই অঞ্চলের 'নুরুল ইসলাম' মসজিদের খতিব ও পেশ ইমাম "শেখ নাযিয়া মুতাওয়ালী' আল আজহারের বিখ্যাত পোশাক পরে তার খ্রিস্টান বন্ধু মিজুকে সমবেদনা জানাতে গেলে মিজু তাকে কুরআন তিলাওয়াত করার জন্য অনুরোধ করে।
সন্ত্রাসীদের হামলার ফলে মিজু,র ভাই নিহত হন এবং নিহতদের স্মরণে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মিজু কুরআন তিলাওয়াতের জন্য অনুরোধ করলে শেখ নাযিয়া বন্ধুর অনুরোধ রাখতে কুরআন তিলাওয়াত করেন। এসময় তিনি 'মারিয়াম' সূরার একাংশ তিলাওয়াত করেন।
শোকানুষ্ঠানে কুরআন তিলাওয়াত করার জন্য খ্রিস্টানরা তাকে সদরে স্বাগত জানায়। এমনকি তিলাওয়াতের প্রকাশিত ভিডিওটি সামাজিক নেটওয়ার্ক ফেসবুক এবং টুইটারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

খ্রিস্টানদের শোকানুষ্ঠানে কুরআন তিলাওয়াতে আল আজহারের প্রতিক্রিয়া
মিশরের 'সাদিয়াল বালাদ' সংবাদ সংস্থা এই ব্যাপারে লিখেছে যে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামী গবেষণা পরিষদ সিনিয়র সদস্য 'শেখ মোহাম্মদ আল-শাহাত আল-জেন্দি' খ্রিস্টানদের শোকানুষ্ঠানে কুরআন তিলাওয়াত করার জন্য প্রতিক্রিয়া স্বরূপ বলেছেন: অমুসলিমদের কোন অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে শরিয়াতগত ভাবে কোন সমস্যা নেই। তবে শর্ত হচ্ছে যে, উপস্থিত কোন শ্রোতা যেন মহান আল্লাহ বানী নিয়ে ঠাট্টা না করে।
তিনি বলেন: এধরণের অনুষ্ঠানে ক্বারিদের উচিত সততা, উদারতা ও সংহতি মূলক আয়াত নির্বাচন করা। এটি সেই বিষয় যা ইসলাম তাদের ওপর আদেশ দিয়েছে।
iqna



captcha