IQNA

সংখ্যায় ব্রিটিশ ধর্ম বিশ্বাসীদের টপকে গেছে অবিশ্বাসীরা

16:01 - September 10, 2017
সংবাদ: 2603796
আন্তর্জাতিক ডেস্ক: অর্ধশতাব্দী আগেও গীর্জার অনুষ্ঠানে ব্রিটেনের সৈন্যদের কুচকাওয়াজ ছিল দেখার মতো। কুচকাওয়াজ ও শত শত মানুষের পদচারণায় মুখর হতো ইংল্যান্ড স্টেট চার্চ মিলনায়তন। কিন্তু বেশ কয়েক বছর ধরে সেসব সময় যেনো অতীত ইতিহাসে নাম লিখিয়েছে।
সংখ্যায় ব্রিটিশ ধর্ম বিশ্বাসীদের টপকে গেছে অবিশ্বাসীরা
বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি নাস্তিক-আস্তিক সম্পর্কে একটি গবেষনা থেকে বিশেষ কিছু তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল সেন্টার গবেষনা সংস্থা। এই সামাজিক গবেষনা জরিপ অনুযায়ী বর্তমানে মাত্র ১৫শতাংশ ব্রিটিশ আছেন যারা নিজেদেরকে আঙলিকান বলে দাবি করেন। ১৯৮৩ সালেও এদের সংখ্যা ছিল ৪০ শতাংশে।

ব্রিটেনে বর্তমানে তরূনদের মধ্যে মাত্র ৩ শতাংশ মানুষ ঐতিহ্য মেনে গীর্জার সঙ্গে সম্পৃক্ততা রেখেছে। অন্যদিকে দশ ভাগের চার ভাগ স্থানের দখল রেখেছে সত্তরের কোঠায় থাকা মানুষ। প্রজন্মের এই ব্যবধান সত্যিই চোখে পড়ার মতো।

প্রজন্ম যত এগিয়ে যাচ্ছে ,ধর্মের দিক থেকে মানুষের মন উঠে যাচ্ছে ততই দ্রুত। বর্তমানে হাতে গোনা মাত্র ২০ শতাংশ ব্রিটিশ ঈশ্বরে বিশ্বাস করে। গীর্জায় উপস্থিতির সংখ্যা তো আরো কম। ভবিষ্যতে কি হবে তা রয়েছে অন্ধকারে।
iqna




captcha