IQNA

মা ফাতিমার সাথে ইমাম মাহদীর(আ.) সাদৃশ্য

0:01 - February 04, 2018
সংবাদ: 2604960
রাসূল(সা.) বলেন, হে ফাতিমা! তোমাকে সুসংবাদ দিচ্ছি যে, আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ দান করেছেন, রোজ কিয়ামতের দিন তুমি তোমাদের শিয়াদেরকে শাফায়াত করবে। ইমাম মাহদীও কিয়ামতে দিন মু’মিনিদের শাফায়াত করবেন।

 মা ফাতিমার সাথে ইমাম মাহদীর(আ.) সাদৃশ্য

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: ইমামগণ হলেন, পৃথিবীর নুর আর ইমাম মাহদী যখন আবির্ভূত হবেন তখন গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে।

ইমাম মাহদী(আ.) এবং মা ফাতিমা উভয়েই কিয়ামতের দিন তার অনুসারীদের শাফায়াত করবেন।

বেলাল বিন হামামা বলেন, একদা রাসূল(সা.) প্রবেশ করলেন, তাঁর চেহারা নুরে ভরপুর ছিল। জানতে চাইলাম এটা কিসের নুর তিনি বললেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে সুসংবাদ দেয়া হয়েছে যে, আমার চাচাতো ভাই আলী ও আমার কন্যা ফাতিমার মাধ্যমে উম্মতের বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে।

ইমাম মাহদীও কিয়ামতে দিন মু’মিনিদের শাফায়াত করবেন।

মা ফাতিমা (সা. আ.) মজলুম ছিলেন, «السلام علیک أیتها المعصومة المظلومة

ইমাম মাহদীর (আ.)ও মজলুম আছেন: سیأتی الله بقوم یُحِبُّهُم و یُحِبُّونَهُ و یَملِکُ مَن هو بینهم غریب

মা ফাতিমা (সা. আ) ও ইমাম মাহদী (আ.) উভয়কেই মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বেশী ভালবাসতেন: তিনি মা ফাতিমা (সা. আ)কে চুমু খেয়ে বলতেন, আমার পিতা-মাতা তোমার জন্য উৎসর্গ হোক।

ইমাম মাহদী সম্পর্কে বলেছেন: «طوبی لمَنْ لقیه و طوبی لمَنْ أحبّه و طوبی لمَنْ قائل به সে সৌভাগ্যবান যে তাকে দেখবে, যে তাকে ভালবাসবে এবং যে তার প্রতি বিশ্বাস রাখবে ও অনুসরণ করবে। শাবিস্তান

 

 

captcha