IQNA

ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে;

তিউনিশিয়ায় "ফার্সি কবিতা ও সাহিত্যে হযরত মুহাম্মাদ (সা.)" শীর্ষক সেমিনার

23:33 - November 26, 2018
সংবাদ: 2607360
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিশিয়ায় অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে "ফার্সি কবিতা ও সাহিত্যে হযরত মুহাম্মাদ (সা.)" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সেমিনার গতকাল ২৫শে নভেম্বর সেদেশের আলেমগণ, শিল্পীগণ, ফার্সি শিক্ষার্থীগণ, সেদেশে বসবাসরত ইরানী নাগরিক এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও দূতাবাসের সদস্যগণের উপস্থিতিতে মুশতাল হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
"ফার্সি কবিতা ও সাহিত্যে হযরত মুহাম্মাদ (সা.)" শীর্ষক সেমিনারে ইমাম খোমেনী (রহ.)র দৃষ্টিতে ঐক্যের উপরে আলোচনা ছাড়াও ফার্সি শিক্ষার্থীগণ ফার্সি কবিতা পেশ করেছেন এছাড়াও ইরানেরে সঙ্গীত গোষ্ঠী "ঝেহ নিয়ার" ইসলামের প্রিয় নবী (সা.)কে নিয়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন।
অনুষ্ঠানের শেষে গ্রীষ্মকালীন কোর্সে অংশগ্রহণকারী ফার্সি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
iqna

 

captcha