IQNA

পাকিস্তানে “নারীদের দুই জগতের আদর্শ; হযরত ফাতেমা” শীর্ষক সেমিনার

10:28 - February 26, 2019
সংবাদ: 2608017
আন্তর্জাতিক ডেস্ক: নবী-নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের হায়দ্রাবাদে ইরানের কালচারাল হাউসের পক্ষ থেকে “নারীদের দুই জগতের আদর্শ; হযরত ফাতেমা (সা. আ.)” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: সেমিনারটি সফলভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে ইরানি কালচারাল হাউসের কর্মকর্তা আজিমি তাকাভীর সাথে হায়দ্রাবাদের ধর্মীয় প্রতিষ্ঠান ও বিদ্যালয়ের প্রতিনিধি ও কর্মকর্তা শাহজিয়া ও সালমা হিইসুনির সাথে কথোপকথন হয়েছে। এই কথোপকথনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হায়দ্রাবাদে নবী-নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং বিশ্ব নারী দিবস উপলক্ষে থেকে “নারীদের দুই জগতের আদর্শ; হযরত ফাতেমা (সা. আ.)” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

উক্ত সেমিনারটি হায়দ্রাবাদে অবস্থিত ইরানি কালচারাল হাউস, মুসলমানদের ঐক্য হাউস, বাইত আয-যাহরা (সা. আ.), জামিয়াত আয-যাহারা, ফাতিমিয়া স্কুল, জায়নাবিয়া স্কুল এবং ইমামিয়া সংস্থা সহকারে বেশ কয়েকটি স্কুল ও প্রতিষ্ঠানের সহযোগিতায় বৃহস্পতিবার (২৮শে ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। iqna

 

 

captcha