IQNA

শার্লি এবদোয় হামলাকারীদের সহায়তার দায়ে ১৪ জনের কারাদণ্ড

0:01 - December 18, 2020
সংবাদ: 2611976
তেহরান (ইকনা): ২০১৫ সালে প্যারিসভিত্তিক রম্য ম্যাগাজিন শার্লি এবদোর কার্যালয় ও একটি ইহুদি সুপারমার্কেটে হামলা চালানো বন্দুকধারীদের সহায়তার দায়ে ১৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। খবর আল জাজিরার।

বুধবার ঘোষিত এই রায়কে স্বাগত জানিয়েছেন হামলার শিকার ব্যক্তিদের আইনজীবী ও সমাজকর্মীরা। তারা বলেন, এর মাধ্যমে ন্যায়বিচার ও মত প্রকাশের স্বাধীনতার জয় হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে তিন মাসের এই বিচার কার্যক্রম বহুবার পিছিয়ে যায়। অবশেষে রায় ঘোষিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।

আদালত অভিযুক্তদের চার বছর থেকে আজীবন কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ১৪ জনের মধ্যে একজন হায়াত বোউমেডিয়েন, যিনি অ্যামেডি কোউলিব্যালির সাবেক সহযোগি। কোউলিব্যালি ইহুদি সুপারমার্কেটে হামলা চালিয়ে চার ব্যক্তিকে হত্যা করেছিলেন।

বর্তমানে পলাতক বোউমেডিয়েনকে সন্ত্রাসী কার্যক্রমে অর্থ যোগান ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার দায়ে কারাদণ্ড দেয়া হয়। ধারণা করা হয় বোউমেডিয়েন বেঁচে আছেন এবং গ্রেফতার এড়াতে সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসে যোগ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্যপদ থেকে শুরু করে হামলায় সহযোগিতা- বিভিন্ন অপরাধ রয়েছে। এছাড়া ছোটখাট কিছু অপরাধের দায়ে অভিযুক্ত আসামীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

২০১৫ এর ৭ জানুয়ারি শুরু হওয়া এই সন্ত্রাসী হামলা চলে তিনদিন পর্যন্ত। ৭ জানুয়ারি শার্লি এবদো কার্যালয়ে ১২ জনকে হত্যা করা হয়, এরপরের দিন এক ফরাসি নারী পুলিশকে হত্যা করা হয়, সর্বশেষ ৯ জানুয়ারি ইহুদিদের হাইপারক্যাচার কশার সুপারমার্কেটে হামলা চালিয়ে চারজনকে হত্যা করা হয়।

সম্প্রতি ফরাসি স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যার ঘটনায় আবারও আলোচনায় আসে শার্লি এবদো। স্যামুয়েল তার ক্লাসে শার্লি এবদোর আঁকা ইসলামের নবী মোহাম্মাদ (সা.) এর কার্টুন প্রদর্শন করেছিলেন। মহানবী (সা.) কার্টুন প্রকাশ করে এর আগে একাধিকবার আলোচনায় এসেছে ম্যাগাজিনটি।

রায় প্রসঙ্গে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর গণমাধ্যম স্বাধীনতা বিভাগের প্রধান ক্রিস্টোফ ডেলয়ার টুইটারে লেখেন, ‘এতে প্রমাণ হয় যে সহিংস চরমপন্থীদের কোনো শেষ কথা নেই। ন্যায়বিচারকে ধন্যবাদ, শেষ কথা বলবে স্বাধীনতাই।’
সূত্র:

captcha