IQNA

তুরস্কে জাতীয় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার নাম নিবদ্ধকরণ পর্ব শুরু

22:22 - December 30, 2020
সংবাদ: 2612036
তেহরান (ইকনা): তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন TRT-1 সেদেশের বার্ষিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার জন্য নিবদ্ধকরণ পর্ব শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন TRT-1 ঘোষণা করেছে: এই প্রতিযোগিতায় তুরস্কের সকল নাগরিক এবং সেদেশে বসবাসকৃত অন্যান্য নাগরিকগণ অংশগ্রহণ করতে পারবে। 
 
এই প্রতিযোগিতা পবিত্র রমজান মাস তথা ২০২১ সালের ১৩ই এপ্রিলে শুরু হবে এবং ২৭শে রমজান শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 
তুরস্কে জাতীয় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার শেষ রাউন্ডে ইস্তাম্বুলের আমলা মসজিদের মুয়াজ্জিন হোসেইন আকবুলোট প্রথম স্থান অর্জন করেছেন।
 
২০১৭ সালের রমজান মাসে প্রথমবারের মতো তুরস্কের TRT-1 টিভি চ্যানেল তুরস্ক বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকাদের মধ্যে ক্বারিদের  নিয়ে এই প্রতিযোগীর শুরু করে। 
 
তুরস্কে বসবাসরত আগ্রহী ব্যক্তিমণ্ডলী 05050188500 হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা www.trt1tilavet.com ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। iqna
 
 

 

captcha