IQNA

এবার সরাসরি বাংলা ভাষায়ও অনুবাদ হবে হজের খুতবা

9:19 - July 04, 2021
সংবাদ: 3470249
তেহরান (ইকনা): আবারো একেবারে কাছাকাছি চলে এসেছে পবিত্র হজ। আর আরাফার দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এ দিন আরাফার বিস্তৃত প্রাঙ্গণে হাজিদের উদ্দেশ্যে একজন ইমাম খুতবাহ পাঠ করেন।

প্রতি বছর তা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। গত বছরের মতো এবারও আরাফার দিনের খুতবা সরাসরি বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ করা হবে।

ইসলামের সুমহান বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে খুতবা অনুবাদের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদির পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।

আগে তা সরাসরি পাঁচটি ভাষায় অনূদিত হত। এবার তাতে আরো পাঁচটি ভাষা যুক্ত করা হয়েছে। সূত্র : সৌদি গেজেট

captcha