IQNA

খাসোগি হত্যার বার্ষিকীর আগে সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ

16:01 - October 01, 2021
সংবাদ: 3470752
তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যার তৃতীয় বার্ষিকীর আগে মঙ্গলবার তাদের মধ্যে এ বৈঠক হয়।
খবরে বলা হয়, বৈঠকে ইয়েমেন যুদ্ধ নিয়ে দুজনের মধ্যে আলাপ হয়।
 
সুলিভানের সঙ্গে সৌদি আরব সফরে ছিলেন ইয়েমেন বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টিম লেন্ডারকিং এবং বাইডেনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক।
 
রয়টার্সকে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, তারা ইয়েমেন সংঘাত নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। উভয়পক্ষই ইয়েমেনে জাতিসংঘের নতুন বিশেষ দূত হ্যান্স গ্রান্ডবার্গের প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করতে সম্মত হয়েছেন।
 
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সৌদি আরবের উপপ্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ এবং জাতীয় সুরক্ষামন্ত্রী আব্দুল্লাহ বিন বান্দারের সঙ্গে বৈঠক করেন। যুগান্তর
captcha