IQNA

"আল-আকসা ঝড় এবং মানব বিবেকের জাগরণ" সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট;

ফিলিস্তিন মানবতার প্রথম ইস্যু হয়ে দাঁড়িয়েছে

20:23 - January 14, 2024
সংবাদ: 3474940
ইকনা: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম রায়িসি ফিলিস্তিনকে ইসলামী উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু উল্লেখ করে বলেন: গাজার এই কয়দিনের ঘটনা ফিলিস্তিন ইস্যুকে ইসলামী বিশ্বের প্রথম ইস্যু থেকে মানবতা ও মানবজাতির প্রথম ইস্যুতে পরিণত করেছে।

আজ (রোববার) সকালে রাজধানী তেহরানে আল-আকসা তুফান ও জাগ্রত বিবেক শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিন ইস্যুটি এর আগে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু হিসেবে গণ্য হতো, কিন্তু এখন তা গোটা বিশ্বের প্রধান ইস্যুতে পরিণত হয়েছে।

তিনি বলেন: তাকরীব সমাবেশ গঠনের দর্শন হল বিভিন্ন মাজহাব এবং গবেষকদের ও ধর্মীয় নেতাদের মধ্যে পরিচিতির স্তর উন্নত করা এবং এই ক্ষেত্রে তথ্য ও জ্ঞান বৃদ্ধি করা।

ইয়্যেদ ইব্রাহিম রায়িসি আরও যোগ করেন: সমাবেশের দ্বিতীয় কাজটি হল একে অপরের প্রতি ইসলামী ধর্মের পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি করা এবং তৃতীয় কাজটি হল বিভিন্ন ধর্মের চিন্তাবিদ ও বিশেষজ্ঞদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্বকে শক্তিশালী করা এবং শেষ পর্যন্ত একটি একক ইসলামী উম্মাহ গঠন করা। এই সমাবেশ বিশ্ব মানবতার জন্য অনেক বরকত ও রহমত বয়ে আনতে পারে।

তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) বলেছেন ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু এবং পবিত্র বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করাকে সবার ওপরে স্থান দিতে হবে। এর মধ্যদিয়ে ফিলিস্তিন ইস্যুটি গোটা মুসলিম বিশ্বের প্রধান ইস্যু হয়ে ওঠে। এখন তা গোটা বিশ্বের মনোযোগ কেড়েছে, গোটা বিশ্বের প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

রায়িসি বলেন- জুলুম-নির্যাতন ও আগ্রাসন মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে দৃঢ়তা ও প্রতিরোধ। লেবানন, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনেও প্রতিরোধের এই চিন্তাধারা প্রতিষ্ঠা লাভ করেছে।

৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে বিস্ময়কর প্রতিরোধ-অভিযান চালায় ফিলিস্তিনের সংগ্রামীরা। এরপর থেকে গাজায় যুদ্ধ চলছে। প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে না পেরে ইসরাইলি বাহিনী সেখানে নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করে যাচ্ছে।

captcha